নারায়ণগঞ্জ শুক্রবার | ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
রূপগঞ্জে এসআইকে টেক্সটাইল মিলে ডাকাতি: Nafiz Ashraf.Tnntv24
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে ২১ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা।Nafiz AShraf.Tnntv24
শ্রমিক নেতা সেলিম মাহমুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

আন্তর্জাতিক বানিজ্য মেলায়  তীব্র শীত  উপেক্ষা  করে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে । Nafiz Ashraf.Tnntv24

আন্তর্জাতিক বানিজ্য মেলায়  তীব্র শীত  উপেক্ষা  করে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
আন্তর্জাতিক বানিজ্য মেলায়  তীব্র শীত  উপেক্ষা  করে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে । Nafiz Ashraf.Tnntv24

আন্তর্জাতিক বানিজ্য মেলা 

তীব্র শীত  উপেক্ষা  করে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে

Tnntv24.শফিকুল আলম ভূইয়া,স্টাফ রির্পোটারঃ

ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার তৃতীয় দিন তীব্র শীত উপেক্ষা করে সাপ্তাহিক ছুটিতে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে।
প্রথম ও দ্বিতীয় দিন, ক্রেতা-দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও তৃতীয়  দিন সকাল থেকেই তীব্র  শীত উপেক্ষা করে অনেক ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছেন। ঘুরে দেখছেন মেলা প্রাঙ্গণ।

গতকাল শুক্রবার  ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম আসর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। তারা জানান, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে।

ব্যবসায়ীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা। তবে মেলা জমে উঠতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এখনও অনেক স্টলে সাজসজ্জার কাজ চলছে।

মেলায় প্রবেশ টিকিট ইজারাদার ‘ডিজি ইনফোটেক লিমিটেডের, হেড অফ অপারেশন এসএম আমিনুল ইসলাম বলেন, তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পরিস্কার পরিচ্ছন্নতার কারণে  এবার ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

মেলার আয়োজক সংস্থা রপ্তানি উন্নয়ন ব্যুরোও বানিজ্য মন্রনালয় মেলাকে প্রানবন্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্ব্বোচ চেষ্টা চালিয়ে যাচ্ছে। বানিজ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি)  আব্দুর রহিম খান বলেন মেলা এলাকায় ধুলো বালির সমস্যা সমাধানে প্রতিনিয়ত পানি দেওয়া হচ্ছে। পরিস্কার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত কাজ করছেন। গত বছরের তুলনায় এবারে পরিবেশ অনুকূলে থাকায় কেনা-বেচার ধুম পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন মেলায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সাত শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক ভ্রাম্যমান আদালত থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গেইট ইজারাদারের পক্ষ থেকে স্বেচ্ছাসেবক দল কাজ করবে।
ঢাকার উপকন্ঠ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরের স্হায়ী ভেন্যু বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে চতুর্থ বারের মতো বসেছে বানিজ্য মেলা। এবার মেলার প্রধান প্রবেশদ্বার ‘জুলাইয়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা যায়, এবার বাণিজ্য মেলায় বিশ্বের ৭টি দেশের ১১টি প্রতিষ্ঠানসহ থাকছে মোট ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন। মেলায়  ই-টিকিটের ব্যবস্থা থাকায় প্রবেশপথে রয়েছে ভিন্ন ব্যবস্থা।

মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন
মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। কুড়িল- বিশ্বরোড থেকে ৩৫ টাকা ও ভুলতা- গাউছিয়া থেকে ২০ টাকা।

মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও।ব্যাংকিং লেনদেনের জন্য থাকছে ইসলামি ব্যাংক,ডাচ্ বাংলা ও সোনালী ব্যাংকের একাধিক বুথ। মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ২৩৪টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ৫ টি ওয়াচ টাওয়ার।

মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।

মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!