আন্তর্জাতিক বানিজ্য মেলা
তীব্র শীত উপেক্ষা করে দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে
ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার তৃতীয় দিন তীব্র শীত উপেক্ষা করে সাপ্তাহিক ছুটিতে ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে।
প্রথম ও দ্বিতীয় দিন, ক্রেতা-দর্শনার্থীদের তেমন উপস্থিতি না থাকলেও তৃতীয় দিন সকাল থেকেই তীব্র শীত উপেক্ষা করে অনেক ক্রেতা-দর্শনার্থী আসতে শুরু করেছেন। ঘুরে দেখছেন মেলা প্রাঙ্গণ।
গতকাল শুক্রবার ঢাকার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) অনুষ্ঠিত ২৯তম আসর। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সকাল ১০টায় গেট খোলার পরপরই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় বাড়তে শুরু করেছে। তারা জানান, প্রথম দিকে শুধু স্টল ঘুরে দেখার জন্য আসা, কেনাকাটা শুরু হবে মাঝামাঝি সময় থেকে।
ব্যবসায়ীরা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতা-দর্শনার্থীদের পদচারণা। তবে মেলা জমে উঠতে অপেক্ষা করতে হবে আরও কয়েকদিন। এখনও অনেক স্টলে সাজসজ্জার কাজ চলছে।
মেলায় প্রবেশ টিকিট ইজারাদার ‘ডিজি ইনফোটেক লিমিটেডের, হেড অফ অপারেশন এসএম আমিনুল ইসলাম বলেন, তীব্র শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে ক্রেতা দর্শনার্থীরা মেলায় প্রবেশ করেন। যোগাযোগ ব্যবস্হার উন্নয়ন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ও পরিস্কার পরিচ্ছন্নতার কারণে এবার ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।
মেলায় থাকছে ৩৬২টি স্টল ও প্যাভিলিয়ন
মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া মেলায় ক্রেতা-দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি যুক্ত হচ্ছে বিশেষ ছাড়ে উবার সার্ভিস। কুড়িল- বিশ্বরোড থেকে ৩৫ টাকা ও ভুলতা- গাউছিয়া থেকে ২০ টাকা।
মেলায় সম্ভাবনাময় সেক্টর বা পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে এ বছর। বিদেশি উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সুবিধার্থে থাকছে স্বতন্ত্র সোর্সিং কর্নার, ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার জোন। বয়সভিত্তিক দর্শনার্থীদের সুবিধার্থে তৈরি করা হয়েছে প্রযুক্তি কর্নার, সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার। শিশুদের নির্মল চিত্তবিনোদনের জন্য মেলায় থাকছে শিশু পার্কও।ব্যাংকিং লেনদেনের জন্য থাকছে ইসলামি ব্যাংক,ডাচ্ বাংলা ও সোনালী ব্যাংকের একাধিক বুথ। মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে ২৩৪টি সিসি ক্যামেরার পাশাপাশি থাকছে ৫ টি ওয়াচ টাওয়ার।
মেলা মাসব্যাপী সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত ১০টা পর্যন্ত।
মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের (১২ বছরের নিচে) ক্ষেত্রে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।