নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রূপগঞ্জের ভুলতা-গাউছিয়া  ফুটপাতে  জমে উঠেছে শীতের পোশাকের বাজার : Nafiz Ashraf. Tnntv24
ছাত্র-জনতার গন-আন্দোলনের  থিমে সাজছে এবারের বানিজ্য মেলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে মীর মুগ্ধ স্মৃতি গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত : Nafiz Ashraf.Tnntv24
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতেই  রূপগঞ্জে কৃষক  সমাবেশ : Nafiz Ashraf.Tnntv24
জিয়াউর রহমানকে রাজাকার বলা যুবলীগ নেতার বাড়িতে হামলা : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে কর্মহীন যুবকদের আত্মকর্মসংস্থানে আয়বর্ধক মূলক প্রশিক্ষণ : Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে উৎসাহ উদ্দীপনায়  বিএনপির বিজয় শোভাযাত্রা : Nafiz Ashraf.Tnntv24 
সাদপন্থীদের হামলা ও হত্যার প্রতিবাদে  রূপগঞ্জে বিক্ষোভ সমাবেশ : Nafiz Ashraf.tnntv24
রূপগঞ্জের পূর্বাচলে  প্রাইভেটকারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহত,আহত ২ :Nafiz Ashraf.tnntv24 
রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড : Nafiz Ashraf. Tnntv24
Next
Prev

ইসলামে ভালোবাসা প্রকাশের ক্ষেত্র

ইসলামে ভালোবাসা প্রকাশের ক্ষেত্র

Facebook
WhatsApp
LinkedIn
ইসলামে ভালোবাসা প্রকাশের ক্ষেত্র
ভালোবাসা মানুষের সহজাত অনুভূতি। মানুষ মাত্রই মায়া-মমতা ও প্রেম-ভালোবাসা বহনকারী। মানুষের অন্তরে প্রেম-ভালোবাসা, মায়া-মমতা, ভক্তি-শ্রদ্ধা থাকা খুব স্বাভাবিক। এসব মানবীয় গুণাবলির ভিত্তিপ্রস্তরে দাঁড়িয়ে আছে পৃথিবী। তবে ইসলাম ধর্মে যেহেতু সবকিছুর সীমারেখা আছে তাই প্রেম-ভালোবাসা, মায়া-মমতারও রয়েছে সীমারেখা। আছে বৈধ-অবৈধতার নির্দেশনা এবং ভালোবাসা প্রকাশের ক্ষেত্র।
রবের প্রতি ভালোবাসা : প্রতিটি মানুষের জন্যে আবশ্যক আপন রবকে ভালোবাসা। রবের  প্রতি ভালোবাসা হবে অন্য সব ভালোবাসার ঊর্ধ্বে। পবিত্র কুরআনে বিবৃত হয়েছে, ‘যারা ঈমান এনেছে, তারা যেন আপন রবকে অধিক ভালোবাসে।’ (সুরা বাকারা : ১৬৫)। রাসুল (সা.) বলেন, ‘যখন কোনো বান্দাকে আল্লাহ ভালোবাসেন, জিবরাইল (আ.)-কে ডেকে বলেন, অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসেন। তাই তুমিও ভালোবাসো। তখন জিবরাইল (আ.) তাঁকে ভালোবাসেন। এরপর জিবরাইল (আ.) আসমানবাসীর কাছে ঘোষণা করেন, ‘আল্লাহ তায়ালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন। সুতরাং তোমরাও তাঁকে ভালোবাসো।’ তখন আসমানবাসীও তাঁকে ভালোবাসেন। এরপর তাঁকে পৃথিবীবাসীর কাছেও প্রিয়পাত্র করে দেওয়া হয়। (বুখারি : ৬০৪০)
রাসুলের প্রতি ভালোবাসা : আপন রবের প্রতি ভালোবাসার পরই রাসুল (সা.)-এর প্রতি ভালোবাসা রাখা জরুরি। এ ভালোবাসা ঈমানের দাবি পূর্ণতায় পৌঁছার সিঁড়ি। রাসুল (সা.) বলেন, ‘তোমারা যতক্ষণ তোমাদের সবকিছু উজাড় করে আমাকে ভালো না বাসবে ততক্ষণ তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না।’ (বুখারি : ১৫)
পিতা-মাতার প্রতি ভালোবাসা : পিতা-মাতা সন্তান-সন্ততি ভালোবাসা পাওয়ার অন্যতম হকদার। হাদিস শরিফে বিবৃত হয়েছে, একদা এক সাহাবি রাসুল (সা.)-এর কাছে জিজ্ঞেস করলেন, ‘মানুষের মধ্যে ভালোবাসা পাওয়ার সবচেয়ে অধিক হকদার কে? রাসুল (সা.) বলেছেন, ‘তোমার মা।’ সাহাবি জিজ্ঞেস করলেন, এরপর কে? তিনি বললেন, ‘তোমার মা।’ সাহাবি জিজ্ঞেস করলেন, ‘এরপর কে?’ তিনি বললেন, ‘তোমার মা।’ সাহাবি জিজ্ঞেস করলেন, ‘এরপর কে?’ তিনি বললেন, ‘তোমার বাবা।’ (বুখারি : ৫৯৭১)
স্ত্রীর প্রতি ভালোবাসা : স্বামী-স্ত্রীর পারস্পরিক সুসম্পর্কও একটি পুণ্যময় পবিত্র ভালোবাসা। আল্লাহ তায়ালা বলেন, ‘আল্লাহর অন্যতম নিদর্শন হলো, তিনি তোমাদের নিজেদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন। যেন তোমরা তার কাছে প্রশান্তি লাভ করতে পারো। আর তিনি তোমাদের মধ্যে দান করেছেন ভালোবাসা ও মায়া’ (সুরা রুম : ২১)। হাদিস শরিফে বিবৃত হয়েছে, একবার রাসুল (সা.)-এর কাছে জিজ্ঞেস করা হলো, ‘মানুষের মধ্যে আপনার কাছে অধিক প্রিয় কে?’ তিনি বললেন, ‘আমার স্ত্রী আয়েশা।’ (ইবনে মাজা : ১০১)
মুসলমানের প্রতি ভালোবাসা : মুমিনগণ একে অপরের ভাই। তাই ভাইয়ের প্রতি ভাইয়ের প্রেম-ভালোবাসা, হামদরদি থাকা চাই। হাদিসে এসেছে, আল্লাহ তায়ালা বলেন, ‘আমার মহিমায় যারা পরস্পরকে ভালোবাসে, তাদের জন্য রয়েছে নুরের মিম্বর। নবী-শহিদরাও তাদের ঈর্ষা করবে।’ (তিরমিজি : ২৩৯০)
প্রাণিকুলের প্রতি ভালোবাসা : মানুষের মতো জীবজন্তুর প্রতি ভালোবাসা রাখার নির্দেশও ইসলাম দিয়েছে। আবু হুরায়রা (রা.) বলেন, সাহাবিরা জানতে চাইলেন, ‘জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্যও কি আমাদের জন্য পুরস্কার রয়েছে? রাসুল (সা.) বললেন, ‘হ্যাঁ, প্রত্যেক দয়ার্দ্র হৃদয়ের অধিকারীর জন্যই পুরস্কার রয়েছে’ (বুখারি : ৫৬৬৩)। মহান আল্লাহ সবাইকে ক্ষমা করুন এবং বুঝে আমল করার তওফিক দান করুন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!