লেবাননের দক্ষিণ সীমান্তবর্তী দুটি গ্রামে বুধবার ইসরাইলের বিমান হামলায় ৬ শিশুসহ ১১ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। একজন হাসপাতাল পরিচালক এবং লেবাননের নিরাপত্তা বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক তিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে। ইসরাইল বলেছে, তারা হিজবুল্লাহর একটি রকেট হামলার জবাব দিয়েছে। ওই রকেট হামলায় তাদের এক সেনা নিহত হয়েছে।
এদিকে গাজার অবরুদ্ধ নাসের হাসপাতালে গতকাল বৃহস্পতিবার তাণ্ডব চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাসূত্র জানিয়েছে, তাদের বিশেষ বাহিনী গাজার অবরুদ্ধ নাসের হাসপাতালে সীমিত আকারের একটি সুনির্দিষ্ট অভিযান পরিচালনা করছে। এদিকে রাফাতে ইসরাইলের আক্রমণে মানবিক বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করেছে জার্মানি।
লেবাননে ইসরাইলের হামলা : গাজা যুদ্ধ শুরু হওয়া পর থেকেই ইসরাইল-লেবানন সীমান্তে ইসরাইলি সেনা ও লেবাননের প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গোলা বিনিময় চলছে। লেবাননের নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা বলেন, বুধবার আল-সাওয়ানা গ্রামে ইসরাইলের একটি বিমান হামলায় এক নারী ও তার দুই সন্তান নিহত হয়েছে। নাবাতিয়েহতে একটি ভবনে হামলায় আরও চার শিশু, তিন নারী ও একজন পুরুষ প্রাণ হারান বলে জানান ছোট্ট ওই শহরটির হাসপাতালের পরিচালক হাসান ওয়াজনি। এ হামলায় আরও সাতজন আহত হন।
ইসরাইলের হামলায় চার হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলে দলটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন। হিজবুল্লাহ বুধবার কোনো হামলার ঘোষণা দেয়নি। তবে বলেছে, লেবাননে ইসরাইলের এই হামলার জবাব ‘অবশ্যই দেওয়া হবে’। ইসরাইল সরকারের একজন মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, বুধবার সকালে লেবানন থেকে ছোড়া রকেট হামলায় এক সেনা নিহত এবং আটজন আহত হয়েছেন। আহত সেনাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে ইসরাইলি তাণ্ডব : ইসরাইলি বাহিনীর দাবি, ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা নাসের হাসপাতালের ভেতরে লুকিয়ে আছে। ইসরাইলি জিম্মিদের দেহও সেখানে থাকতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন তারা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী ‘ইসরাইল ডিফেন্স ফোর্সেস’ (আইডিএফ) ওই এলাকা থেকে শত শত মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার এক দিন পর সেখানে অভিযান পরিচালিত হলো। ভারি ট্যাঙ্ক ও মেশিনগান থেকে গুলি ছোড়ার শব্দ পাওয়ার কথা জানিয়েছে আলজাজিরা।
গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালটিই সবচেয়ে বড়। একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, হাসপাতালের চিকিৎসাকর্মীরা রোগীদেরকে স্ট্রেচারে করে ধোঁয়ায় ঢাকা করিডর দিয়ে সরিয়ে নিচ্ছে। বিবিসি ফুটেজটি যাচাই করে দেখছে।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের সেনাবাহিনী হাসপাতালটির দক্ষিণের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেছে। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, হাসপাতাল প্রশাসনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র ও নার্সারিসহ সব বিভাগের রোগীদেরকে পুরোনো আরেকটি হাসপাতাল ভবনে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।
রাফায় হামলার বিরোধিতা : এদিকে রাফায় ইসরাইলি হামলা পরিকল্পনার বিরোধিতা করেছে জার্মানি। দেশটি বলছে, রাফা শহরে ইসরাইলি আক্রমণ হবে মানবিক বিপর্যয়। জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক বুধবার বলেছেন, গাজার রাফা শহরে ১৩ লাখ মানুষ আশ্রয় নিয়েছে এবং সেখানে ইসরাইলি আক্রমণ হবে একটি মানবিক বিপর্যয়। জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বেয়ারবক আরও বলেন, ‘১৩ লাখ মানুষ সেখানে খুব ছোট জায়গায় অপেক্ষা করছে। তাদের এই মুহূর্তে যাওয়ার আর কোনো জায়গা নেই
যদি ইসরাইলি সেনাবাহিনী রাফাহতে আক্রমণ চালায়, তা হলে এই পরিস্থিতিতে এটি মানবিক বিপর্যয় হবে।’
বেয়ারবক বলেন, ফ্রান্স, ওয়াশিংটন এবং ব্রিটেন সহিংস বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর হামলাকারী চরমপন্থি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি খতিয়ে দেখার জন্য ইউরোপীয় ইউনিয়নকে চাপ দিচ্ছে জার্মানি।