নারায়ণগঞ্জ বুধবার | ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ শীতকাল | ১৫ই রজব, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
রাষ্ট্রযন্ত্র আওয়ামী  লীগকে পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছে- হাসনাত আব্দুল্লাহ । Nafiz Ashraf. Tnntv24
সিদ্ধিরগঞ্জে ট্রাকের ধাক্কায় হোন্ডারোহী দুই ছাত্রদল কর্মীর মর্মান্তিক মৃত্যু,আহত ১ । Nafiz Ashraf.Tnntv24
নির্বাচন সঠিক না হলে জনগণ আবার আন্দোলনে নামবে: ইসি আনোয়ারুল । Nafiz Ashraf. Tnntv24
অবশেষে সিদ্ধিরগঞ্জের গডফাদার কাউন্সিলর মতি পুত্রসহ গ্রেফতার। Nafiz Ashraf. Tnntv24
রূপগঞ্জে শ্রমিকদলের সমাবেশ অনুষ্ঠিত : Nafiz Ashraf. Tnntv
রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 
রূপগঞ্জের গোলাকান্দাইলে স্বর্ণালংকার চুরি : Nafiz Ashraf.Tnntv24
বিকেএমইএ এখন অবৈধ নেতৃত্বে চলছে : মাসুদুজ্জামান । Nafiz Ashraf. Tnntv24
চামচাগিরি করে কাঙ্খিত উন্নয়ন অর্জন হবেনা: গিয়াসউদ্দিন । Nafiz Ashraf.Tnntv24
জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের নতুন জেলা প্রশাসক। Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে : Nafiz Ashraf.Tnntv24 

রূপগঞ্জের কাঁচা বাজারে ক্রেতাদের

 স্বস্তি  ফিরে এসেছে 

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঁচা বাজারে ক্রেতাদের স্বস্তি  ফিরে এসেছে। রূপগঞ্জ উপজেলার বিভিন্ন বাজারে গতকাল রবিবার ঘুরে ক্রেতা-বিক্রেতা উভয়ের সাথে কথা বলে জানা গেছে, বাজারে শীতকালীন সবজি শালগম  কেজি ১০ টাকায় পাওয়া যাচ্ছে।   পাওয়া যাচ্ছে অন্যতম শীতকালীন সবজি টমেটো ৪০ টাকা কেজি । এছাড়াও অন্যান্য শীতকালীন সবজি আলু ও পেয়াজের দাম কমেছে । এছাড়া সপ্তাহের ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম  গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে।

রবিবার বিকালে ভুলতা-গাউছিয়া  কাঁচা বাজার ও মুড়াপাড়া বাজারসহ কয়েকটি বাজারে ঘুরে এ দৃশ্য দেখা গেছে।বাজারে বড় সাইজের পাতাকপি ৩০ টাকা,ফুলকপি  ১০ থেকে ২০ টাকা পিস হিসেবে বিক্রি করতে দেখা গেছে,

দাম কম হওয়ায় বাজারের শালগমের দোকান ও আড়তে ক্রেতাদের ব্যাপক ভীড় লক্ষ করা গেছে। বিগত কয়েক বছরের তুলনায় এবছরই শালগম ও ফুলকপির দাম সবচেয়ে কম বলে জানান ক্রেতারা।

ভুলতা কাঁচাবাজারের সবজি বিক্রেতা সৈকত ইসলাম জানান, বাজারে হঠাৎ শালগমের সরবরাহ প্রচুর পরিমাণে বেড়ে গেছে।শীতের সব ধরনের সবজি বাজারে সয়লাব।

বাজারে দাম কমেছে অন্যান্য শীতকালীন সবজিরও। বাজারে প্রতি কেজি শালগম ১০ টাকা,গোল আলু ৩০ থেকে ৩৫ টাকা,ফুলকপি ১০ থেকে ২০ টাকা, করলা ৬০ থেকে ৭০ টাকা,মুলা ২০ টাকা, বরবটি ৬০ টাকা, কচুর লতি ৫০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা পটল ৪০ টাকা, কাঁচা পেঁপে ২০ টাকা, গা্ঁজর ৩০ টাকা, টমেটো ৪০ টাকা,গোলবেগুন ৩০ থেকে ৪০ টাকায়,মিষ্টি কুমড়া ৫০থেকে ৮০ টাকা,লাউ বড় সাইজের ৫০ টাকা, শিম ২০থেকে ৩০ টাকা,খিরাই ৩০ টাকা ও শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়,  দেশি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে।

এছাড়াও বাজারে মটরশ্বাকের আঁটি ৫ থেকে ১০ টাকা, পাটশাক ১০ টাকা, পুঁইশাক  ৩০ টাকা, মুলাশাক ৫ আঁটি ২০ টাকা, ডাঁটাশাক ১০ টাকা, কলমি শাক ১০ টাকা ও পালংশাক ২০ টাকা কেজি  হিসেবে বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আসার কারণে দাম কমতে শুরু করেছে। আগামী সপ্তাহে দাম আরো কমে আসবে বলে তারা মনে করেন।

বাজার ঘুরে দেখা গেছে, সরবরাহ বাড়ায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। এসব বাজারে নতুন আলু বিক্রি হচ্ছে ৩০ টাকা দরে। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ৪০ টাকা দরে। বাজারে দেশী পেঁয়াজ কেজিতে ১০ টাকা কমেছে। ভালো মানের দেশী পেঁয়াজ ৫০ টাকা,ছোট পেঁয়াজ গাছসহ ২০ টাকা কেজি।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পর্যাপ্ত থাকায় গত সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে ১০ টাকা কমেছে। নতুন আলুর দাম আরও কমে আসবে বলেও তারা জানিয়েছেন।

আলু-পেঁয়াজ বিক্রেতা আলাউদ্দিন  বলেন, বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ছে। আগের তুলনায় দাম কমেছে, আগামী সপ্তাহে আলুর দাম আরো কমবে বলে তিনি জানান।

এসব বাজারে দেশী রসুন ২৪০ টাকা, আমদানি করা রসুন ২২০ টাকা, আদা ১০০ থেকে  ১২০ টাকা, বাজারে ডিমের সরবরাহ বেশি থাকার ফার্মের ডিম ১৪০ টাকা ডজন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!