নারায়ণগঞ্জ শনিবার | ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২১শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24
মির্জা ফখরুল বলেছেন ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না।Nafiz Ashraf.Tnntv24
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

রূপগঞ্জে আওয়ামীলীগকে  পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আওয়ামীলীগকে  পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ ।Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
রূপগঞ্জে আওয়ামীলীগকে  পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ ।Nafiz Ashraf.Tnntv24

রূপগঞ্জে আওয়ামী লীগকে 

পুনর্বাসনে আনছর আলীর উদ্যোগ 

Tnnt24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগকে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আনছর আলী।
গত ২ এপ্রিল পূর্বাচল উপশহরের ১০নম্বর সেক্টর গোলচত্ত্বর এলাকায় আয়োজিত স্থানীয় সমাজসেবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, সাংবাদিক  আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী নিয়ে ঈদ পুনর্মিলনীর নামে কর্মী সমাবেশ করে তিনি আলোচনায় আসেন। তিনটি গরু ও একটি মহিষ জবাই করে মেজবানী অনুষ্ঠানের আয়োজন করেন।
ছবিতে গোল চিহ্ন আওয়ামী লীগ নেতা আনছর আলী
অনুষ্ঠানে সাঙ্গো-পাঙ্গোদের নিয়ে তিনি হাস্যোজ্জ্বল ছবি তুলেছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। দলের তৃণমূল নেতাকর্মীদের অনেকেই মামলা ও গ্রেফতার আতঙ্কে বাড়ি ছাড়া থাকলেও অনুষ্ঠানের পর থেকে আনছর আলীর নির্দেশ পেয়ে তারা এলাকায় ফিরতে শুরু করেছেন। এর আগে রূপগঞ্জ ইউনিয়নের আওয়ামীলীগের নেতাকর্মীদের মাঝে আনছর আলী প্রকাশ্যে ঈদ সামগ্রী ও ঈদ বকশিস বিতরণ করেছেন। আনছর আলীর এসকল কর্মকান্ড স্থানীয় পত্রিকায় নিয়োমিত প্রকাশিত হয়েছে। তার এ উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও কৌতুহল তৈরি হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রশংসিত হয়েছে।
আনছর আলী উপস্থিত নেতাকর্মীদের বেশ কিছু নির্দেশনা দেন। তিনি বলেন, ৫ আগষ্টের পর আওয়ামীলীগের যেসব নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, যাদের বাড়িঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে তাদের তালিকা তৈরি করতে হবে। ভাংচুর করা বাড়িঘরের ছবি তুলতে হবে। নির্যাতিতদের বক্তব্য ভিডিও করতে হবে।  বিএনপি-জামায়েতের আশ্রয়-প্রশ্রয়ে থেকেই আন্দোলন সংগ্রাম করতে হবে। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধেও প্রত্যেককে সক্রিয় হতে হবে।
জানা গেছে, সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আনছর আলী বিপুল অর্থের মালিক হয়েছেন। তার নামে-বেনামে পূর্বাচল উপশহরের বিপুল সংখ্যক প্লট রয়েছে।
ঢাকার চকবাজার মডেল থানায় ও নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলার আসামী আনছর আলী প্রকাশ্যে জমকালো আয়োজনে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এ অনুষ্ঠানে ওলামালীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লাদেন, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা নবী হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জিলানী ভান্ডারী, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আশরাফুল হক মিঠু, রূপগঞ্জ ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন, ২নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি মনিরুজ্জামান বাদশা, ৫নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, ৬নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জজ মিয়া দেওয়ান, ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য খোরশেদ আলম, ৯নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ১নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মুরাদ হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি ও ইউপি সদস্য জিন্নাত আরা ও রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিভিন্ন পরিবহনে নেতাকর্মীদের অনুষ্ঠানে নিয়ে আসেন। এ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে রাতে উপজেলা পর্যায়ের আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের পদধারী নেতারা অংশ নেন।
ঘরোয়া আলোচনায় নেতাকর্মীদের উদ্যেশ্যে আনছর আলী বলেন, তিনটি মামলা নিয়েও আমি পালিয়ে যাইনি। আপনাদেরও কাউকে পালিয়ে থাকতে হবে না। আজ থেকে সবাই বাড়িতেই থাকবেন। কেউ গ্রেফতার হলে তার দায়িত্ব আমার। ২/৩জন দায়িত্বশীল সরকারি কর্মকর্তাদের আমি প্লট দিয়েছি। আপনারা নিশ্চিত থাকুন কাউকে গ্রেফতার করা হবে না। রূপগঞ্জ থেকে আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের গ্রেফতারকৃত নেতাদের জামিনের অর্থ ও পরিবারের সদস্যদের ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন আনছর আলী।
ঈদ পুনর্মিলনীতে অংশগ্রহণকারী বেশক’জন নেতাকর্মী বলেন, রূপগঞ্জের আওয়ামীলীগের নেতাকর্মীদের বিপদে ফেলতে আনছর আলীর এ উসকানি দিচ্ছে। তিনি নেতাকর্মীদের সংঘবদ্ধ হয়ে মাঠে নামতে নির্দেশ দিচ্ছেন। এমনকি মাঠে নামার সময় এক গ্রুপ সামনে, আরেক গ্রুপ পেছনে থাকতে বলেছেন। সামনের গ্রুপ আক্রান্ত হলে পেছনের গ্রুপকে হামলা চালাতে বলেন। কেউ হামলা করতে এলে তাদের চরম শিক্ষা দেওয়ার কথাও বলেছেন।
ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা টানা ৯দিনের ছুটিতে থাকায় ফাঁকা পেয়ে আওয়ামীলীগের পলাতক নেতাদের পরিকল্পনায় নাশকতামূলক কর্মকান্ডের ছক করে আনছর আলী এ উদ্যোগ গ্রহণ করেন বলে অভিযোগ উঠেছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, আওয়ামীলীগ সহস্রাধিক নেতাকর্মী  নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আমার জানা নেই। সন্ত্রাসী, দোষী ও আসামীদের ছাড় দেওয়া হবে না। তাদেরকে আইনের আওতায় আনা হবে।
নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মামলার আসামীরা যত প্রভাবশালীই হোক অবশ্যই তাদের গ্রেফতার করা হবে।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!