প্রতিনিধি,TnnTv24
বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষণ ও সার্ভিস লিমিটেডের নিবন্ধিত লাইসেন্সের শুভ উদ্বেধন হয়েছে শনিবার ৮ জুন। বিকেল ৩ টার পর জালকুড়ি বাস স্টান্ডে নারায়ণগঞ্জ জেলা ইলেকট্রিক মোটরযান প্রশিক্ষণ মাঠে এই উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিএম আরমান এর সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ডালিম ও মোঃ মাসুদুর রহমান এর সঞ্চালনায় ইজিবাইক সার্ভিস লিমিটেড এর কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম অফিস ভবনের উদ্বোধন ঘোষণা করেন।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিএম আরমান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া সংগঠনের মার্কেটিং ডিরেকটর আকতার আহমেদ, এক্সিকিউটিভ ডিরেকটর সামছুল আরেফিন, অ্যাডভোকেট মোঃ জাহিদুল ইসলাম আইন উপদেষ্টা নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম ডালিম ও মোঃ মাসুদুর রহমানসহ অন্যরা।
ব্যবস্থাপনা পরিচালক মো: আবুল কালাম বলেন আমরা একজন ইজিবাইক চালককে সব ধরনের প্রশিক্ষণ দিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স এর মাধ্যমে সরকারি ভাবে রাস্তায় নামার অনুমতি দিব। যাতে করে তারা রাস্তার সব ধরনের নিয়ম কানুন মেনে চলাচল করতে পাড়ে এতে কেরে তারা রাস্তায় দূর্ঘটনার হাত থেকে রক্ষা পেতে পারে। শহরের ইজিবাইক থেকে যে ধরনের চাঁদাবাজি হয় সেগুলো থেকে বিরত থাকতে হবে সহজে ইজিবাইক ছিনতাই ও চুরির ঘটনা কমবে বিশেষ বায়োমেট্রিক চিপ এর মাধ্যমে ইজি বাইক সনাক্ত করা যাবে । তিনি আরো বলেন, ইতিমধ্যে নারায়ণগঞ্জ সহ দেশের দশটি জেলায় প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে আগামীতে ৬৪ জেলাকে প্রশিক্ষণের আওতায় আনা হবে এতে করে ১৫ হাজার কোটি টাকা বছরে সংস্থাটি থেকে সরকার রাজস্ব পাবে।
বাংলাদেশ ইলেকট্রিক মটরযান প্রশিক্ষন ও সার্ভিস লিমিটেডের নারায়ণগঞ্জ জেলায় তিনটি থানার মধ্যে সদর থানায় দায়িত্বে রয়েছেন জিএম আরমান ফতুল্লা থানায় মোঃ জাহাঙ্গীর আলম ডালিম ও সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছেন মোঃ মাসুদুর রহমান।