মহানবী (সা.) আল্লাহর বিশেষ ইচ্ছায় এক রাতে ঊর্ধ্বাকাশে পরিভ্রমণ করেছেন, যা মহানবীর মেরাজ নামে পরিচিত। হাদিসের ভাষ্যমতে মেরাজের বাহন ছিল তিনটি। প্রথম বাহন বোরাক, যা মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এবং ফিরে আসার পরে ভূপৃষ্ঠে রাসুল (সা.)-কে বহন করেছে। দ্বিতীয় বাহন মিরাজ বা সিঁড়ি, যার মাধ্যমে রাসুল (সা.) সপ্তম আকাশ পরিভ্রমণ করেছেন। তৃতীয় বাহন ছিল রফরফ, যা সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত রাসুল (সা.)-কে বহন করেছে। আর কারও মতে পাঁচটি বাহন ছিল।
তাফসিরে রুহুল মায়ানির গ্রন্থকার আল্লামা মাহমুদ আলুসি (রহ.) লিখেছেন, ‘নভোমণ্ডল ও ঊর্ধ্বজগৎ পরিভ্রমণে আল্লাহর রাসুল মুহাম্মদ (সা.) সে রাতে বাহন হিসেবে পাঁচটি জিনিস ব্যবহার করেছিলেন। ১. বোরাক-মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত। ২. মেরাজ বা সিঁড়ি-প্রথম আসমান পর্যন্ত। ৩. ফেরেশতাদের ডানা-সপ্তম আসমান পর্যন্ত। ৪. জিবরাঈল (আ.)-এর ডানা-সিদরাতুল মুনতাহা পর্যন্ত। ৫. রফরফ-মাকামে কাবা কাউসাইন (দুই ধনুকের নিকটবর্তী স্থান) পর্যন্ত। (রুহুল মায়ানি : ১৫/১৬, সুরা বনি ইসরাইলের ১ম আয়াতের তাফসির)