নারায়ণগঞ্জ রবিবার | ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ গ্রীষ্মকাল | ২২শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
  সর্বশেষ
শিল্পখাতে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত আত্মঘাতি,পুনবিবেচনার দাবি-না’গঞ্জ চেম্বার সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন ঝটিকা মিছিল নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ব্যবস্থা।Nafiz Ashraf.Tnntv24
মির্জা ফখরুল বলেছেন ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না।Nafiz Ashraf.Tnntv24
সংস্কারের আগে নির্বাচনের আয়োজন করা যাবে না-‘মার্চ ফর ড. ইউনূস’। Nafiz Ashraf.Tnntv24
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রূপগঞ্জে জামায়াতের গণসংযোগ,লিফলেট বিতরণ:Nafiz Ashraf.Tnntv24
জানেন, আমরা মেয়েরা বাবার অপদস্থ হওয়ার ভিডিও দেখে রাতে ঘুমাতে পারছি না।Nafiz Ashraf.Tnntv24
বিএনপির জরুরি বৈঠকে তারেক রহমান সভাপতি।Nafiz Ashraf.Tnntv24
বিষ্ফোরক মামলায় হিরার সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন, শুনানি ২০এপ্রিল।Nafiz Ashraf.Tnntv24
দেশ গঠনের সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি-নজরুল ইসলাম।Nafiz Ashraf.Tnntv24
হাজার হাজর পিঁপড়রা পাচার;কেনিয়ার বিমানবন্দরে চার চোরাকারবারি আটক:Nafiz Ashraf.Tnntv24
Next
Prev

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, গান আয়োজনে নতুন মাত্রা । Nafiz Ashraf.Tnntv24

ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, গান আয়োজনে নতুন মাত্রা । Nafiz Ashraf.Tnntv24

Facebook
WhatsApp
LinkedIn
ছুটির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়, গান আয়োজনে নতুন মাত্রা । Nafiz Ashraf.Tnntv24

টির দিনে বাণিজ্য মেলায় উপচে পড়া ভিড়

গান আয়োজনে নতুন মাত্রা

Tnntv24.স্টাফ রিপোর্টার রূপগঞ্জঃ

নারায়ণগঞ্জেররূপগঞ্জে পূর্বাচল উপশহরের ৪ নম্বর সেক্টরে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ২৯তম আসরে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে   মেলার ২৪তম দিন অতিবাহিত হয়েছে  বিকালে বাংলাদেশ -চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বানিজ্য মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ঢল নামে।
বিকাল গড়িয়ে সন্ধ্যা হতেই দর্শনার্থীদের ভিড় আরও বাড়তে থাকে। মেলার স্টলগুলোতে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লোকসমাগম ও বেচাকেনা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

আয়োজক ও ব্যবসায়ী সূত্রে জানা গেছে, মেলায়  লক্ষাধিক লোকের সমাগম হয়েছে। দুপুর থেকে হাজার হাজার দর্শনার্থী মেলায় প্রবেশ করে। বিকাল থেকে ঢল নামে। এতে মেলা প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিকাল থেকে মেলার গেইটে টিকিট সংগ্রহ করতে কাউন্টার গুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। গেইট দিয়ে ভিতরে প্রবেশ করতেই ঢল নামে ক্রেতা -দর্শনার্থীদের। মেলার প্যাভিলিয়ন ও স্টল গুলোতে পা ফেলার জায়গা ছিলনা।

মেলার একপাশে সাংস্কৃতিক সন্ধ্যা অর্থাৎ কনসার্টের আয়োজন করা হয়। সন্ধ্যা হতেই সেখানে উৎসুক দর্শনার্থীদের ঢল নামে। তারা নেচে-গেয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন। এবারের মেলার আসরে গানের আয়োজন নতুন মাত্রা যোগ করেছে।
নারায়ণগঞ্জ  থেকে মেলায় বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছেন তুষার তিনি বলেন, ‘বিকাল থেকে মেলায় অনেক লোকসমাগম হয়েছে। ছুটির দিন হওয়ার অনেক ভিড় হয়েছে। ভিড়ের কারণে মেলায় ঢুকতে কষ্ট হয়েছে। তবুও বন্ধুদের নিয়ে মেলা ঘুরে দেখেছি। খাবারের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় ছিল। তা ছাড়া মেলার একপাশে কনসার্টের আয়োজন করা হয়েছে। এটা বেশ ভালো লেগেছে। বন্ধুদের নিয়ে বেশ উপভোগ করেছি।’

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মেলায় এসেছেন শিক্ষার্থী তৃষা আক্তার। তিনি বলেন, ‘এবারের মেলায় ছাত্র আন্দোলনের অনেক স্মৃতি ফুটিয়ে তোলা হয়েছে। জুলাই চত্বর, শহীদ মুগ্ধ কর্নারসহ জুলাই- আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেককিছু এই মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। এসব দেখে খুব ভালো লাগছে। এ ছাড়া মেলায় মিনি শিশুপার্ক ও সাংস্কৃতিক সন্ধ্যা খুব ভালো লেগেছে। আজকে শীতের তীব্রতা কম থাকায় লোকসমাগম অনেক বেশি হয়েছে।’

যমুনা  ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের হেড অব সেলস মোঃ মেজবাহ উদ্দিন আতিক বলেন,বিগত বছরের মতো এবারও ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেলায় আমরা উন্নত মানের পণ্য নিয়ে এসেছি।  এবারের মেলায় ওয়ালটন,যমুনা,ভিশন,কিয়ামও মিনিস্টার সহ বিভিন্ন কোম্পানি স্টল দিয়েছে। মূল্য- ছাড় ক্যাশব্যাক ও নানা উপহার দিয়ে ইলেকট্রনিকস পণ্য বিক্রি করা হচ্ছে। কারু- পণ্যের ব্যবসায়ী আলমগীর  বলেন, ‘ছুটির দিনে অনেক লোক হয়েছে। আজ বেচাবিক্রিও অনেক বেশি হয়েছে। লোকসমাগমও বেশি। দোকানে পণ্য বেচাবিক্রির ধুম পড়েছে। আশা করছি, এভাবে কয়েকদিন বিক্রি করতে পারলে বেশ ভালো হবে।’

নাহিয়ান এন্টারপ্রাইজ নামে কাপড় ব্যবসায়ী নাহিদ হাসান বলেন, ‘মেলা শুরুতে শীতের তীব্রতাসহ নানা কারণে সেভাবে জমে ওঠেনি। তবে আজ লক্ষাধিক লোকসমাগম হয়েছে। বেচাবিক্রি অনেক ভালো হয়েছে।’
এ বিষয়ে বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন, ‘ছুটির দিন হওয়ায় আজ অনেক লোকসমাগম হয়েছে। হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী মেলায় এসেছেন। এই সংখ্যা লাখ ছাড়িয়ে যাবে। আমরা আমাদের আয়োজনের কোনও কমতি রাখি নাই। ফলে আমাদের প্রত্যাশা, বিগত সময়ের চেয়ে এবার অনেক বেশি ভালো হবে।

প্রসঙ্গত, এবারের মেলার আসরে বিভিন্ন ক্যাটাগরির ৩৬২টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্তোরাঁ আছে। দেশীয় উৎপাদক-রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাধারণ ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং বিদেশি প্রতিষ্ঠানকে শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় বস্ত্র, যন্ত্রপাতি, কার্পেট, প্রসাধনসামগ্রী, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, আসবাব, পাট ও পাটজাত পণ্য, গৃহস্থালি সামগ্রী, চামড়া, আর্টিফিশিয়াল চামড়া, জুতাসহ চামড়াজাত পণ্য, খেলার সামগ্রী, স্যানিটারিওয়্যার, খেলনা, স্টেশনারি, ক্রোকারিজ, প্লাস্টিক, পলিমার, হারবাল, টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারি, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, গৃহসজ্জার উপকরণ ইত্যাদি মেলায় প্রদর্শন ও বিক্রি হচ্ছে।

ই-টিকিটিংয়ের ব্যবস্থা থাকায় আগে থেকেই ঘরে বসে টিকিট কেটে সহজেই মেলায় প্রবেশ করা যাচ্ছে। আবার কেউ কাটতে না পারলে মেলা প্রাঙ্গণে এলে টিকিট বুথ থেকে কেটে নেওয়া যাচ্ছে। ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার জন্য সময়ক্ষেপণ কিংবা বিড়ম্বনায় পড়তে হচ্ছে না ক্রেতা-দর্শনার্থীদের।

মাসব্যাপী এই মেলা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলছে। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত। মেলায় প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে বীর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের কার্ড দেখিয়ে বিনামূল্যে মেলায় প্রবেশ করতে পারবেন।

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!