পর্দা উঠছে আন্তর্জাতিক
বানিজ্য মেলার
Tnntv24.শফিকুল আলম ভুইয়া রূপগঞ্জ( নারায়ণগঞ্জ)
বুধবার পর্দা উঠতে যাচ্ছে ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার। আন্তর্জাতিক বানিজ্য মেলা ২০২৫ চতুর্থ বারের মতো রূপগঞ্জের পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে (বিবিসি এফইসি)বানিজ্য মেলার স্হায়ী ভবনে আয়োজন করা হচ্ছে। এবারের মেলার মূল আকর্ষণ প্রবেশ গেইটে গত জুলাই আগষ্টে ছাত্র -জনতার গণ- আন্দোলনে মেলার প্রধান প্রবেশদ্বার ‘৩৬ জুলাই’য়ের স্মৃতির আদলে তৈরি করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো(ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
- এবিষয়ে ইপিবির সচিব ও বানিজ্য মেলার পরিচালক বিবেক সরকার বলেন,
- ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বানিজ্য মেলার ২৯ তম আসর বসবে।