নারায়ণগঞ্জে ছয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একযোগে বদলি
নারায়ণগঞ্জ জেলার ছয় থানাসহ সাত ভারপ্রাপ্ত কর্মকর্তাকে(ওসি) একযোগে বদলির আদেশ এসেছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) পুলিশ হেড কোয়াটারের এক বিজ্ঞপ্তি থেকে তাঁদের বদলির আদেশের কথা জানা যায়।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুবকর সিদ্দিকীকে খুলনা রেঞ্জে, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফাকে চট্টগ্রাম রেঞ্জে, সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামানকে এপিবিএন, ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরে আজম মিয়াকে এপিবিএন,নারায়ণগঞ্জ সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহাদাত হোসেনকে চট্টগ্রাম রেঞ্জে,সদর থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সাত্তার মিয়াকে চট্টগ্রাম রেঞ্জে, আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহকে শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে। তবে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বহাল তবিয়তে রয়ে গেলেন।
সূত্র জানায়, বৈষম্যবিরোধী অন্দোলনে সারা দেশের মত নারায়ণগঞ্জ জেলার পুলিশের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। যেকারণে শিক্ষার্থী ও গণমানুষের অসহযোগ আন্দোলন কর্মসূচির প্রথম দিনেই সারাদেশের থানাগুলো হামলার শিকার হয়। আক্রান্ত হয় পুলিশ সদস্য ও কর্মকর্তারা। সারা দেশে কিছু সংখ্যক পুলিশ নিহতও হয়। পরদিন ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে থানা গুলো পুলিশ শূন্য হয়ে পরে। গোটা পুলিশ বাহিনীর মধ্যেই আতংক ছড়িয়ে পড়ে। সারা দেশের মত নারায়ণগঞ্জেও পুলিশ সদস্য ও কর্মকর্তারা স্ব স্ব কর্মস্থল ছেড়ে আত্মগোপনে চলে যায়। যে কারণে থানা গুলোতে এক শ্রেণির দুর্বৃত্তরা ভাংচুর ও লুটপাট চালায়। করে অগ্নিসংযোগ। নারায়ণগঞ্জ পুলিশ লাইন থেকে পুলিশের মজুদকৃত রেশন সামগ্রী, থানা গুলো থেকে অস্ত্রশস্ত্র লুট করে নেয় দুর্বৃত্তরা।
পরে জেলা প্রশাসন ও পুলিশ সুপারের আহবানে আড়াইহাজার থানায় লুটকৃত কিছু অস্ত্র ফেরৎ দিয়ে যায়। আর ৯ আগস্ট সিদ্ধিরগঞ্জ থানার লুট হওয়া কিছু অস্ত্র উদ্ধার করে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা।
পুলিশের নতুন আইজিপি মো: ময়নুল ইসলাম সকল পুলিশকে ৮ আগস্ট সন্ধ্যার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেয়ার পর কিছু সংখ্যক পুলিশ কর্মস্থলে যোগ দেয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে ১৫ আগস্টের মধ্যে থানা ও লাইনে সকল পুলিশ স্ব স্ব কর্মস্থলে ফিরে । নারায়ণগঞ্জে পুলিশের সংখ্যা দুই হাজার দুই শত।