নারায়ণগঞ্জের সাদা মনের মানুষ আব্দুর রহমান পৃথিবী থেকে চির বিদায় নিয়েছেন।
শনিবার ১৫ জুন রাত ১১ টায় তিনি নারায়ণগঞ্জ শহরের এক বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আব্দুর রহমান দির্ঘ দিন ধরে নানাবিধ রোগে ভুগছিলেন।
তিনি ছিলেন সদালাপী, সাংস্কৃতিকমনা ও সামাজিক ব্যাক্তিত্ব। আব্দুর রহমানের অকাল মৃত্যতে নারায়ণগঞ্জবাসী শোকাহত। তাঁর প্রতি গভির শ্রদ্ধা,ভালবাসা
এবং বিদেহী আত্মার শান্তি কামনা করছে নারায়ণগঞ্জের মানুষ। আব্দুর রহমান একসময় বৃহত্তর ঢাকা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি দায়িত্ব পালন করেছেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদকের ।
এছাড়া নারায়ণগঞ্জের সাংস্কৃতিক সংগঠন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
আব্দুর রহমান যতদিন সুস্থ্য ও সাভাবিক ছিলেন ততদিন নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন।
আব্দুর রহমানের অসংখ্য অসংখ্য শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রয়েছে।